রির্পোট দেশজনপদ ॥ কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে খাগড়াছড়ি জেলার সাজেক এলাকা থেকে গ্রেফতারের পর রাতেই পুলিশ তাকে কুমিল্লায় নিয়ে আসে।
কুমিল্লা কোতয়ালি থানার ওসি আনওয়ারুল আজিম জানান, নগরীর নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় মণ্ডপের উদযাপন কমিটির করা মামলায় মাইনুদ্দিন আহমেদ বাবুকেও আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
রবিবার পুলিশ বাবুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করবে। সহিংসতায় তার সঙ্গে কারা জড়িত ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে।