বরিশালে ধর্মঘটের তৃতীয় দিনে নগরী সরব, দূরপাল্লায় নীরব

দেশ জনপদ ডেস্ক | ১৮:০২, নভেম্বর ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে নগরীতে গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার (৭ নভেম্বর) দূরপাল্লার বাস বন্ধ থাকায় বরিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ ব্যক্তিগত গাড়িতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা। এজন্য তাদের দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। একজনের সিটে দুইজন বসিয়েও নিচ্ছে অনেক যাত্রীবাহী গাড়ি। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশালে আসা রোগীরা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারবেন কি-না, তা নিয়ে আছেন অনেকে দুশ্চিন্তায়। গত ৩ নভেম্বর তেল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে পরিবহন মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এতে বিপাকে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। বরিশাল নগরীর রূপাতলী এলাকা ঘুড়ে দেখা যায় বাসের সব কাউন্টার বন্ধ। কাউন্টারের সামনে ও রাস্তায় যাত্রীদের ভিড়। যদিও রাতে দু-একটি গাড়ি চালালেও ভাড়া ছিল দ্বিগুণ। কেরোসিন ও ডিজেলের দাম বাড়লেও সিএনজিচালিত পরিবহনেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কয়েক জন বাস চালক জানান জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চালকেরা লোকসানের ঝুঁকির কারণে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। আমরা ধর্মঘটের ডাক দিইনি। বাস ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি। সারাদেশে বাস চলাচল বন্ধ রয়েছে। যাদের আগে থেকে তেল মজুত আছে, তারাই রাস্তায় বাস নামিয়েছে।