ভোলায় লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৬, নভেম্বর ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিক সমিতি। শনিবার বিকাল থেকেই দ্বীপ জেলা ভোলার ১৬টি ঘাট থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুট ভোলা- বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চগুলো। এদিকে লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট ও ইলিশা লঞ্চঘাটে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়। কিন্তু লঞ্চ না থাকায় অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে ট্রলার, স্পীডবোটে বরিশাল ও লক্ষ্মীপুর যেতে দেখা গেছে। দ্রুত ধর্মঘট প্রত্যাহারের দাবি যাত্রীদের।