বরিশাল মহানগরসহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির কমিটি ঘোষণা

দেশ জনপদ ডেস্ক | ২২:১৩, নভেম্বর ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মোহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন। সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুককে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আইনজীবী আলী হায়দার বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদকে। দক্ষিণ জেলা কমিটিতে সাবেক ছাত্রনেতা মজিবর রহমান নান্টুকে আহ্বায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। উত্তর জেলা কমিটিতে দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ কে আহ্বায়ক এবং গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে। নবগঠিত তিন কমিটি থেকে বাদ পড়েছেন আলোচনায় থাকা দলের যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। অপরদিকে দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া ৫৩ মামলার আসামি মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সিকদার জিয়া। এছাড়াও নবগঠিত কমিটি থেকে বাদ পড়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মেজবাহউদ্দীন ফরহাদ এবং ওই কমিটির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অনেক নেতা। এদিকে কমিটি ঘোষনার খবর বরিশালে ছড়িয়ে পড়লে বাদ ভাঙা আনন্দ উল্লাস ও শুভেচ্ছা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয় বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান নব নেতৃত্বকে। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঢাকায় অবস্থানরত নগর বিএনপির সদ্য আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, বিএনপি শুধু মাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের। সরোয়ার, কামাল, ফারুক জিন্দাবাদ বলে কোন স্লোগান থাকবে না। তিনি আরো বলেন, বরিশাল বিএনপিতে কোন কোন্দল বা গ্র“পিং নেই, ভবিষ্যতেও থাকবে না। সব নির্বাচিত কমিটি সকলকে নিয়ে এক সাথে কাজ করবে বলেও জানান তিনি। সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, নব নির্বাচিত কমিটিতে বরিশাল বিএনপি ও এর অংগসহযোগী সংগঠনের নেতা কর্মীদের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। সবাই খুবই আনন্দিত। দল আমাদের যে দায়িত্ব অর্পন করেছে তা আমরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে পালন করব। বরিশাল বিএনপিতে কোন গ্র“পিং দ্বন্দ্ব থাকবে না বলেও প্রতিক্রিয়ায় জানান তিনি। দক্ষিন জেলা বিএনপির সদ্য আহবায়ক এ্যাড মজিবুর রহমান নান্টু বলেন, এটা আমার ও নেতাকর্মীদের দীর্ঘ দিনের প্রাপ্তি ছিলো। দল দেরী হলেও সেটি পূরন করেছে। দায়িত্ব যখন পেয়েছি অতীতের আলোকে তা পালন করব। সদস্য সচিব আকতার হোসেন মেবুল তার প্রতিক্রিয়ায় কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম বেগবান করা। আমার চেষ্টা থাকবে দলের নতুন-পুরাতন সবাইকে এক করে সে কাজটি করে যাওয়া। উত্তরের আহবায়ক তার প্রতিক্রিয়ায় বলেন, পদ পেয়েছি বলে খুশি হলে চলবে না। দলের জন্য কাজ করতে হবে। দল যে দায়িত্ব আমার উপর অর্পন করেছে তা কাজে দেখাতে হবে। তিনি বলেন আমার প্রথম ও প্রধান কাজ হবে সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করা।