ঘুষ দিতে গিয়ে ডিবির হাতে গাজাসহ আটক ৩ মাদক সম্রাট

কামরুন নাহার | ১৫:২৩, মার্চ ১৭ ২০২০ মিনিট

  বরিশাল নগরীতে ঘুষের প্রস্তাব দিতে গিয়ে ডিবির হাতে আটক হয়েছে একাধিক মাদক মামলার আসামী ২ মাদক সম্রাট। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালবেলা নগর গোয়েন্দা শাখার এস এই মহিউদ্দিন আহম্মেদ (পিপিএম) এর সাগরদী বাসায় টাকা নিয়ে হাজির হয় রিফুজি কলোনির মাদক সম্রাট গাঁজা রফিক ওরফে কসাই রফিক। চলমান মাদক বিরোধী অভিযান থেকে বাঁচতেই ঘুষের টাকার প্রস্তাব নিয়ে যায় রফিক, এ সময় ঐ ঘুষের টাকাসহ আটক করা হয় রফিকসহ দুজনকে। ব্যাপক জিঞ্জাসাবাদে অকপটে স্বীকার করে রফিকের মাদক বাণিজ্যর ইতিকথা। একসময়ের বরিশাল বাংলাবাজারের কসাই রফিক গতমাসে রাজবাড়ীতে ৮০ লাখ টাকার জমি কিনেছেন, রয়েছে রিফুজি কলোনিতে চারতলা বাড়ি। এছাড়াও নামে বেনামে গড়েছে অঢেল সম্পদ। ঘুষের টাকার প্রস্তাবের বিষয় গাঁজা রফিক বলেন, আমি জানতে পেরেছি যে, মহিউদ্দিন স্যার আমাকে ধরার জন্য খোঁজে তাই তাকে টাকা দিতে গিয়েছিলাম যেনো আমাকে আটক না করে। কিন্তু পুলিশেও যে ভালো লোক আছে তা স্যারের হাতে আটকের পর বুঝলাম। রফিকের সঙ্গে শ্যালক আরমান (৩২) কেও আটক করা হয়েছে। এদিকে তথ্য নিশ্চিত করে এসআই মহিউদ্দিন আহমেদ জানান, বরিশালের ৭ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী বরিশাল আলেকান্দা রিফোজি কলোনির রফিক কসাই এবং ১৫ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী আরমান কসাই আজ দুপুরে আমার বাসায় হাজির হয়ে মাদক ব্যবসা চালানোর জন্য ঘুসের প্রস্তাব দেয়। সাথে সাথে তাদের গ্রেফতার করি। এবং ব্যাপারটি  উর্ধ্বতন  কর্মকর্তাদের অবহিতপূর্বক অভিযান পরিচালনা করি। আটককৃত ২ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকের শ্বশুর শেখ গোলাম কসাই এর বাসা হইতে ০২ কেজি গাজা উদ্ধার করি। এদিকে আসামীদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী মোট সাতজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানে নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসাইনসহ ৮/১০জন সদস্য ছিলেন । আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।