বরিশালে ইউপি নির্বাচনে সহিংসতায় আহত-৫
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলার আগৈলঝাড়া উপজেলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ইউপি সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘাতে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত এক জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দিবাগত রাতে থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টিউবয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকদের ওপর পশ্চিম খাজুরিয়া এলাকায় বসে হামলা চালানো হয়। পোস্টার ছেড়ার অপরাধে প্রতিদ্বন্ধী আপেল মার্কার প্রার্থী শামীম মিয়া লিকচানের সমর্থকরা এ হামলা চালায়।
এ সময় উভয়পক্ষের হামলা ও পাল্টা হামলায় আব্দুল হক, রিপন মিয়া, মামুন মিয়া, আলামিন মিয়া, হাফিজুল মিয়া আহত হয়। গুরুত্বর আহত আব্দুল হককে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টিউবয়েল মার্কার প্রার্থী ইউনুস মিয়া বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।