প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প কাজের সরঞ্জামাদি নিয়ে গেলো সিটি কর্পোরেশন

দেশ জনপদ ডেস্ক | ১১:৩২, নভেম্বর ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প কাজের সরঞ্জামাদি রাতের আঁধারে নিয়ে গেছে বিসিসি। পরে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় সরঞ্জামাদি। জানা যায়, দলিত সম্প্রদায় ও তৃতীয়লিঙ্গ সম্প্রদায়েদের জন্য আশ্রায়ন প্রকল্পের কাজ চলছিলো চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের  ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকায়। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। তবে বুধবার (৩ নভেম্বর) রাত ১২ টার দিকে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে কাউকে কিছু না জানিয়ে প্রকল্পের কাজের সকল সরঞ্জামাদি নিয়ে যায়। প্রকল্পের শ্রমিকরা বিষয়টি ওসি কোতয়ালিকে অবহিত করলে তারা টলার ভর্তি সরঞ্জামাদি উদ্ধার করেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্প কাজের ড্রেজার ও সরঞ্জামাদি রাতের আধারে কেউ নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে টলার ভর্তি সরঞ্জামাদি আটক করি। পরে আটককৃতদের  জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সিটি কর্পোরেশনের লোকজন। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান বলেন, আমি ঘটনাটি শোনার পরে আমার সিনিয়রদের জানিয়েছি। প্রকল্পের শ্রমিক নুরুজ্জামান বলেন, শেষ বিকেলে কাজ শেষ করে রাতে সবাই ঘুমাচ্ছিলাম। এমন সময় একটি টলারে ১০/১২ জন লোক আমাদের মালপত্র নিয়ে যেতে দেখে আমরা থানায় খবর দেই। এরপরে থানার লোকজন মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্নে আমাদের মালামাল উদ্ধার করে। তারা সিটি কর্পোরেশনের লোকজন। শ্রমিক নুরুজ্জামান আরো বলেন, মুক্তিযোদ্ধা পার্কের সামনে বসে সিটি কর্পোরেশনের লোকজন সাদা কাগজে আমার স্বাক্ষর নেয় এবং বলে আমাদের অফিসে দেখা করিস।