বরিশালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৭:২২, নভেম্বর ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এর আয়োজনে আরিফ মেমোরিয়াল হসপিটাল এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) প্রশান্ত কুমার দাস, জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করের পরে রক্তদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।