করোনায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

কামরুন নাহার | ০১:১৯, মার্চ ১৭ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ করোনা ভাইরাসে মারা গেলেন ইরানের ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য আয়াতুল্লাহ হাশেম বাথায়ী। দুইদিন আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আয়াতুল্লাহ হাশেম বাথায়ী। শ্বাসযন্ত্র বন্ধ হওয়ায় গতকাল সোমবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা)। এএফপি জানিয়েছে, আয়াতুল্লাহ হাশেম ছিলেন তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি। করোনারা ছোবলে বিধ্বস্ত ইরানের সংসদ। আয়াতুল্লাহ হাশেম ছাড়াও আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত। আয়াতুল্লাহ হাশেমের আগে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদের। উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে ৭২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৩ হাজার ৯৩৮ জন। মহামারি করোনাভাইরাসে চীন ও ইতালির পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে করোনাভাইরাস শুধু আমজনতাই নয়, ইরানের প্রভাবশালী নেতা ও রাজনীতিবিদরাও আক্রান্ত হয়েছে।