রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৩, নভেম্বর ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ ভাগ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম এবং অপরাজিতা নেটওয়ার্ক নামে দুটি সংগঠন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হিরন বেগম। বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, রূপান্তর বরিশালের সমন্বয়কারী রাবেয়া বশরী, বিথিকা রানী আইস, রেহানা বেগম ও ফেরদৌসী মুন্নীসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ ভাগ নারী সদস্য কার্যকরের বিষয়টি ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে। ২০২০ সালের মধ্যে এই শর্ত পূরণের অঙ্গীকার করে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নিয়েছিলো দলগুলো। দেড় বছর আগে ওই সময় পেরিয়ে গেলেও শর্ত পূরণে কারও কোনো তৎপরতা নেই। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।