পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে কিশোর নিহত, বাঁচাতে গিয়ে দাদিসহ আহত ২

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৩, অক্টোবর ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আহাদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন দাদি হাওয়ানুর বেগম ও প্রতিবেশী শেফালী বেগম। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মো. সবুজ ঢালীর ছেলে। নিহতের স্বজনরা জানান, পল্লী বিদ্যুতের লোকজন সকালে লাইন বন্ধ করে চরলক্ষ্মীপুর এলাকায় গাছের ডালপালা কাটেন। ওই সময় বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা ডাল লেগে ছিল। দুপুরে বিদ্যুৎ সংযোগ চালু হলে সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে। তবে কেউ ছেঁড়া তার দেখতে পায়নি। আহাদ বাড়ির পাশে খেলতে গিয়ে সেই তারে স্পৃস্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে দাদি ও এক প্রতিবেশী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহাদের মৃত্যু হয়। মুলাদী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার বলেন, সরবরাহ লাইনের তার ছিঁড়ে থাকার কথা কেউ সমিতিকে জানায়নি। জানালে মেরামত করে সংযোগ চালু করা হতো। বিদ্যুৎস্পৃষ্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার ছিঁড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, নিহতের পরিবার থেকে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।