ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ শীর্ষ নেতার পদত্যাগ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, অক্টোবর ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ভোলায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন না করায় আজ সংবাদ সম্মেলন করে শীর্জেষ ৫৬ নেতা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন জেলা কমিটির শীর্ষ ২৮ জন, উপজেলা কমিটির ১১ জন ও পৌর কমিটির ১৭ জন। ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী। সেখানে তিনি বলেন, উপজেলা কমিটি ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি হচ্ছে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া কমিটি। জেলা বিএনপি, জেলা সেচ্চাসেবক দলের নেতৃবৃন্দদের আলোচনা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। এ কারণে তারা এ কমিটি বাতিলের দাবি জানিয়েছিলেন। তাদের জানানো দাবি কেন্দ্র থেকে না মানায় এই ৫৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।