নিজস্ব প্রতিবেদক ॥ 'মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি' স্লোগানে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। পুলিশ সুপারের কার্যালয়ের চত্ত্বর থেকে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পুলিশ লাইনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সংসদ সদস্য আ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি- উল-কবিরসহ জনপ্রতিনিধি, পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে পুলিশ লাইন ড্রিল শেড মিলনায়তনে পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আলোচনায় অংশগ্রহন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র আ্যাড. কামরুল আহসান, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা পৌর সভার সাবেক মেয়র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আ্যাডঃ শাহজাহন, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির, অতিরিক্ত পুলিশ সুপার এস,এম, তারেক, বরগুনা উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক হোসনেয়ারা হাঁসি, বেতাগী উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না প্রমুখ।