নিজস্ব প্রতিবেদক ॥ ‘মুজিববর্ষ পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বরিশালে র্যালী ও কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর বান্দ রোডের প্লানেক পার্ক এলাকা থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে কমিউনিটি সমাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সমাবেশে সভাপতিত্ব করেন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালী ও সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, বরিশালের সামাজিক সম্প্রীতি সব সময় উজ্জল। এবার দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বরিশালের মানুষ প্রমাণ করেছে তারা সম্প্রীতির পক্ষের। এখানে সাম্প্রদায়িক কোন ঘটনা ঘটেনি। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি বন্ধন অটুট রয়েছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।