নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে তামাক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সততা ডেভেলপমেন্ট সোসাইটি নামের সংগঠনটি। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিগত কয়েক বছর যাবৎ সংগঠনের সদস্যরা তামাক বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছে।
সংগঠনের এক সদস্য জানান, আমার সব মানুষকে সচেতন করি এবং তামাক মুক্ত সমাজ গড়ার কাজ করে থাকি। তিনি আরো বলেন, আমরা প্রতিনিয়তই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তামাক ব্যবহারে ক্ষতি এবং তামাক ব্যবহারে সচেতন করি।
আমরা মনে করি তামাকের ব্যবহার থেকে আমরা একটি সুস্থ্য সমাজ গড়ে তুলতে পারবো। বরিশাল ডব্লিউবিবি এর জোট সংগঠন হিসেবে তামাক বিরোধী কার্যক্রম করে আসছে।