ঝালকাঠিতে টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)’র নিত্যপণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। সোমবার মধ্যরাতে ঐ ডিলার সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসময় শহরের এক একটু খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়েছে।
আটকের পর সরকারী পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ হাছান।