বরিশালে প্রতারক চক্রের হোতা খলিল আটক 

দেশ জনপদ ডেস্ক | ২০:১৮, অক্টোবর ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি॥ সরকার দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিচ্ছে। আর এই ঘর পাইয়ে দেয়ার কথা বলে এক অসাধু চক্র প্রশাসনের কথা বলে দরিদ্র অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। রবিবার সকালে সেই অভিযোগে এক প্রতারক চক্রের সদস্য খলিলকে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না। বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতারক চক্রটি কাজ করে থাকে এবং ৯নং টুংঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বারইকান্দি-নেহালগঞ্জ ও পতাং গ্রামের ১৫/২০ টি পরিবারের কাছ থেকে একটি বাড়ী একটি খামারসহ সরকারের বিভিন্ন দপ্তরের সরকারী ঘড় দেওয়ার নাম করে প্রতি পরিবারের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ফারুক হাওলাদারের পুত্র প্রতারক খলিল হাওলাদার। খলিল একটি বাড়ি একটি খামারসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘর পাইয়ে দিতে ইউএনওসহ বিভিন্ন ব্যক্তির কথা লোকজনের কাছ থেকে লাক্ষ লাক্ষ টাকা নিয়ে ব্যাংকের ভুয়া চেকের মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছিলো প্রতারক খলিল। রবিবার ভুক্তভোগীরা সেই চক্রের অন্যতম সদস্য খলিল হাওলাদারকে নতুল্লাবাদ বাসস্ট্যান থেকে ধরে প্রশাসনের হাতে তুলে দিলে সরকারী কাজে বাঁধা দান ও সরকারি আদেশ অমান্য করে জনগনকে প্রতারিত করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় খলিলকে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না।