চরফ্যাশনে জব্দকৃত ১১ মাছ ধরার নৌকা নিলাম

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, অক্টোবর ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলার জাহানপুর আটকপাট এলাকায় জব্দকৃত ১১টি মাছধরার ট্রলার নিলামে বিক্রি হয়েছে। সরকারেরনিষিদ্ধ সময় ৪ঠা অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই ট্রলার গুলো মেঘনা ও তেতুলিয়া থেকে জব্দকরা হয়। শনিবার বেলাসাড়ে ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিআবদুল্লাহ খান, সিনিয়রমৎস্য কর্মকর্তামারুফ হোসেনমিনার১১টি নৌকার মোট ১লাখ ৩৮হাজার টাকাপ্রকাশ্যে নিলামেবিক্রি করা হয়।