বরিশাল ক্রাইম নিউজ সম্পাদকের নিন্দা

কামরুন নাহার | ০১:১১, মার্চ ১৬ ২০২০ মিনিট

মোঃ শাকিল মৃধা ॥ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী, পেশাগত কাজে বাঁধাদানের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমনকি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ারমত ঘটনাও ঘটেছে। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ক্রাইম নিউজের সম্পাদক এস এন পলাশ। গতকাল রোববার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অসংগতি এবং জনদুর্ভোগ প্রকাশ্যে তুলে ধরাই তাদের প্রধান কাজ। ক্ষেত্রবিশেষে এ ধরনের সংবাদ প্রকাশের জেরে ব্যক্তিস্বার্থ ক্ষুন্ন হওয়ায় পেশাদার সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশাল ক্রাইম নিউজের সম্পাদক এস এন পলাশ কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সকল ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।