বিদেশ ফেরতদের তালিকা নেই বরিশাল স্বাস্থ্য বিভাগে

কামরুন নাহার | ০১:০১, মার্চ ১৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বিদেশ ফেরতদের তালিকা না থাকায় কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। তালিকা কিংবা ঠিকানা না থাকায় গত শনিবার দেশে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারেনি বরিশাল স্বাস্থ্য বিভাগ। তবে শিগগিরইই এই তালিকা হাতে পেয়ে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। গতকাল রবিবার দুপুরে বরিশালের সিভিল সার্জন জানান, গত শনিবার দেশে আসা প্রবাসী যাদের বাড়ি বরিশাল তাদের তালিকা বা ঠিকানা দুপুর ১টা পর্যন্ত তার কাছে পৌঁছেনি। সিভিল সার্জন কার্যালয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেছেন। সেখান থেকে জেলা ওয়ারী বিদেশ ফেরতদের তালিকা শিগগিরই দেওয়ার কথা জানানো হয়েছে। তালিকা পেলে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করা যাবে বলেও জানান সিভিল সার্জন। এর আগে বরিশালের বিভিন্ন এলাকায় আসা প্রবাসীদের খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে স্বাস্থ্য বিভাগ। তবে তালিকা ও ঠিকানা ছাড়া তাদের খুঁজে পেতে সমস্যা হচ্ছিলো স্বাস্থ্য বিভাগের।