বরিশালে ৭ দিনে ১০৬ জেলের জেল-জরিমানা; ৮৩৩ কেজি ইলিশ জব্দ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩২, অক্টোবর ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত ৭ দিনে মা ইলিশ রক্ষা অভিযানে ১০৬ জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ সহ প্রায় ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। সব শেষ শনিবার বরিশালের বিভিন্ন নদ-নদী থেকে ১১ জন জেলেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগের সহায়তায় মোট ৭০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন। এ সময় আটক ১০৬ জন জেলের মধ্যে ৮৮ জনকে ১৫ দিন থেকে সর্বোচ্চ কারাদণ্ড এবং ১৮ জনকে ৮৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জব্দ হওয়া ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। রবিবার সকালে বরিশাল সদর উপজেলায় ৭ জনকে আটক করে নৌ পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন নৌ পুলিশ কর্মকর্তারা। মা ইলিশ রক্ষায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।