গৌরনদীতে দুই জেলের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস অভিযান পরিচালনা করেন। এ সময় নদী থেকে প্রায় দুই হাজার মিটার জালসহ মৎস্য শিকারী কাওছার ঘরামী ও রুহুল আমীনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার জানান, জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।