নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে পাঁচটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে নৌপুলিশ। শনিবার (৯ অক্টোবর) তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় অভিযান চালায় নৌপুলিশ।
এসময় পাঁচটি নৌকা জব্দ করে ১৫০ কেজি মা ইলিশ, ১৩ লাখ মিটার সুতার জাল, দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ইলিশের প্রজনন মওসুম নিরাপদ রাখতে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।