বরিশালে কাউন্সিলর উপ-নির্বাচনের ভোট সম্পূর্ণ, ভোটাররা খুশি

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৯, অক্টোবর ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু-সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটারারা।   আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ওই ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ২১টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অতীতে ভোট দিতে না পারার আক্ষেপ ঘোঁচাতে পেরে অত্যন্ত আনন্দিত ভোটরারা। তবে কিছু ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় তারা পড়েন বিড়ম্বনায়। ২৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ জন প্রতিদ্বন্ধি। এর মধ্যে ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ুন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন প্রতিদ্বন্ধিতা করেন। এই ওয়ার্ডে মোট ভোটার ৭ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৫৭২ জন এবং ৩ হাজার ৬৪০ জন ও মহিলা। এদিকে নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৪ জন পুলিশ সদস্য ও ৮ জন আনসার সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই ওয়ার্ডে নির্বাচনে দায়িত্ব পালন করেন।   ওই ওয়ার্ডের কাশীপুর এনএস আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, সুষ্ঠু পরিবেশে ভোটের ব্যবস্থা করেছেন তারা। যাদের আঙ্গুলের ছাপ মেলেনি তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ১১ ডিসেম্বর নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।