চুরি করতে শহরে বাসা ভাড়া করে থাকতেন তিনি

দেশ জনপদ ডেস্ক | ১৯:০০, অক্টোবর ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাসা ভাড়া নিয়ে থাকতেন উপজেলা সদরে। কখনো মোটরসাইকেল, কখনো রিকশা-ভ্যান, ইজিবাইক চুরি করে চলছিল স্বাচ্ছন্দ্যে। তবে এলাকাবাসীর সন্দেহে ফাঁস হয়ে গেল গোমড়। মোটরসাইকেলসহ ধরা পড়ল অবশেষে। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ঘটেছে এমন ঘটনা। জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের নেছারউদ্দিন ফকিরের বাসা গত ৯ মাস পূর্বে ভাড়া নেয় গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের মনছুর সরদারের ছেলে সুমন সরদার। সোমবার রাতে গৌরনদী উপজেলার বেজহার গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে লোকমান হাওলাদারের ঘর থেকে প্লাটিনা মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সুমন সরদার। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর সন্দেহ হয় সুমন সরদারকে। তারা ঐক্যবদ্ধ হয়ে ফুল্লশ্রী ভাড়া বাসা থেকে মঙ্গলবার রাতে সুমনকে মোটরসাইকেলসহ আটক করে থানায় খবর দেন। পরে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন মোটরসাইকেলসহ সুমনকে থানায় নিয়ে যান। এ ঘটনায় লোকমান হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সুমন সরদারকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।