গৌরনদীতে স্কুলছাত্রী অপহরণ মামলায় ৬ আসামি কারাগারে

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৩, অক্টোবর ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (২৪) অপহরণ মামলার ৬ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সকলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরা হলো বিষ্ণ মিত্র (১৯), অমিত বাড়ৈ (২০), অলক বাড়ৈ (২২), সৈকত বাড়ৈ (২৪), সাব্বির বেপারী (২০) ও জিহাদ মোল্লা (২৩)। এর আগে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে ৬ জনের নামোল্লেখ সহ ৯ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারভূক্ত ৬ আসামী গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সাথে মুঠোফোনের মিসকলে ২ মাস আগে পরিচয় হয় পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের ছেলে বিষ্ণ মিত্রের। পরিচয়ের সূত্র ধরে বিষ্ণ মিত্র প্রায়ই মুঠোফোন কল দিয়ে ওই ছাত্রীকে উত্যক্ত করতো। স্কুলছাত্রী বিষয়টি তার বাবা-মাকে অবহিত করলে গত সোমবার বিষ্ণ মিত্রের পরিবারে অভিযোগ দেয় ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাত পৌঁনে ৯টার দিকে বিষ্ণ ও তার সহযোগীরা গৌরনদী উপজেলার ইছাগুড়ি বাকাই গ্রামের বাড়িতে হামলা চালিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সকলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।