আগৈলঝাড়ায় বিষপানে দুই সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে দুই সন্তানের জনক আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার আহুতবাটরা গ্রামের নীল রতন হালদারের ছেলে দুই সন্তানের জনক দীপক হালদার (৫৫) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।