বরিশালে হাজার পরিবার পেলো বিদ্যানন্দের ত্রাণ

দেশ জনপদ ডেস্ক | ২১:২৫, অক্টোবর ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা পেলো বরিশালের এক হাজার পরিবার। সংগঠনটির ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালে দুই দিন ব্যাপী চলে এই কার্যক্রম। বরিশাল সদর উপজেলার চরকাউয়া, লাহারহাট বেদে পল্লী, বদউল্লাহ ইউনিয়ন, বুখাইনগর ইউনিয়নে পাঁচশত পরিবারের মাঝে গত ৪ অক্টোবর ত্রাণ বিতরণ হয়। এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠের পোল, দপদপিয়া, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানিরহাট, চরাদি, চর করমদি ইউনিয়নে আজ আরও পাঁচশত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, সুজি, তেল, লবণ, চিনি, স্যালাইন ও সাবান সহ প্রায় সোয়া আট কেজি করে পণ্য। মোবাইল অপারেটর বাংলালিংকের সহায়তায় বিদ্যানন্দ বিতরণ করছে এই ত্রাণ। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা সালমান খান ইয়াছিন জানান, "আমরা ধারাবাহিকভাবে বরিশালের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করে যাচ্ছি গত কয়েক মাস ধরে। চলতি মাসের শেষের দিকেও আরও এক হাজার ত্রাণ বিতরণ করবো। এ ছাড়া এক টাকায় আহার প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন বরিশাল সদরে প্রায় শতাধিক ছিন্নমূল শিশুর মাঝে খাবার বিতরণ করছি।" বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০১৩ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। কাজের ধারাবাহিকতা রক্ষা ও সাধারণ মানুষের কাছে আস্থা তৈরী করতে পারায় সংগঠটি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। গত মাস থেকে বিদ্যানন্দ বরিশালে শুরু করে নিয়মিত কার্যক্রম। সালমান আরও জানান, "কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে কোন শিক্ষার্থী অংশ নিতে পারবেন স্বেচ্ছাসেবক হিসেবে।" উল্লেখ্য বিদ্যানন্দ ফাউন্ডেশন করোনা মহামারীতে সারা দেশে ত্রাণ বিতরণ, কোভিড হাসপাতাল, পিপিই তৈরী সহ অন্যান্য কার্যক্রম হাতে নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশে।