ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ২৩ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫১, অক্টোবর ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম দিনে বরগুনার তালতলী ও বরিশালের বানারীপাড়ায় ২৩ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোলার চরফ্যাশন ও চট্টগ্রামের আনোয়ারায় ৫ জেলেকে আটক করা হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠি ও বরিশালের আগৈলঝাড়ায় চারজনকে জরিমানা করা হয়েছে। ভোলায় ভরা প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়া নিশ্চিত করতে সোমবার ৩৭টি বরফ কলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে। এদিকে বরগুনার আমতলীতে জেলের নৌকা ও জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরগুনা ও দক্ষিণ : বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত ও ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলো-মিজানুর, মো. আলম, আবুছলে, মো. ফারুক গাজী, মো. শাকিব, মো. দুলাল, মো. দেলোয়ার হোসেন, মো. হায়দার, মো. ইছাহাক মিয়া, মো. হালিম, মো. ছগির, মো. সালাম, মো. হারুন ও মো. আবু হানিফ। আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী পৌর এলাকার পায়রা নদী সংলগ্ন বাসুগী খালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে এলাকার জেলে মো. আবু হানিফ, রহমান মিয়া ও মো. আব্দুর রব মাতুব্বরের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার, জাল, মেশিন। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা : বরফ উৎপাদন বন্ধ করতে এমন সিদ্ধান্ত নেন বলে জানান জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এতে ইলিশ মাছ সংরক্ষণের সুযোগ পাচ্ছে না কালোবাজারিরা। একইসঙ্গে ৭শ মাছ আড়ত ব্যবসায়ীকে নজরদারিতে রাখা হয়েছে। সকালে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলা প্রশাসক যুগান্তরকে এ তথ্য জানান। চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশনের মেঘনায় ২ জেলেকে মাছ ধরার সময় আটক করা হয়েছে। ১০০ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক জেলেরা হলেন-চরকুকরি মুকরি গ্রামের মনির প্যাদা ও এক শিশু। মনির প্যাদার ৫ হাজার টাকা জরিমানা ও ওই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। বানারীপাড়া (বরিশাল) : নিষেধাজ্ঞার প্রথম দিনে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধনকালে ৯ জেলেকে আটক করেন। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরা হলেন উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদবাড়ি এলাকার সঞ্জয় মন্ডল, রমেশ হালদার, যতীন বাড়ৈ, অসীম হালদার, আব্দুর রহমান, তপন দেউড়ি, দিলীপ বিশ্বাস, মিঠুন বাড়ৈ ও হিরু লাল পাড়। আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় জাটকাবিরোধী অভিযান চালানো হয়েছে। মৎস্য অফিসার রাশিদুল হকের নেতৃত্বে সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত উপজেলার চাতুরী চোমহনী বাজার, সরকার হাট, বটতলী বাজার, কালাবিবির দিঘির মোড়ে অভিযান পরিচালনা করে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দসহ তিনজনকে আটক করা হয়। স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে সোমবার সকালে তিনজন জেলেকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-কৃষ্ণকাঠি গ্রামের সবুজ মিয়া ও কালু মিয়া এবং কুনিয়ারী গ্রামের মো. শহিদুল। এ সময় ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা একটি নৌকা ও জাল বাজেয়াপ্ত করেন। আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এ সময় বরকলের কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার দায়ে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করে তা ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) : ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কেন্দ্র করে রোববার দুপুর থেকে পটুয়াখালীর গলাচিপার সাগরপারের হাটবাজার ও মাছঘাটগুলোতে রীতিমতো উৎসবের আমেজে বসেছিল ‘ইলিশ মেলা’- যা কোথাও কোথাও চলেছে রাতভর। ইলিশ কিনতে নেমেছিল মানুষের ঢল।