বরিশাল সরকারি শিশু পরিবারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৭, অক্টোবর ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি শিশু পরিবারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর আমতলার মোড় সরকারি শিশু পরিবার কমপ্লেক্সে শিশু পরিবারের উদ্যোগে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এগুলো হলো সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক ও ইউড্রেন মেরামত, সেফ হোমের অভ্যন্তরীণ সড়ক উচুকরন ও মেরামত এবং সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) এর পুকুর ঘাট মেরামত। উদ্বোধনকালে বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী এবং শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও নিবাসের বাসিন্দা কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন এবং শিশুদের সাথে কথা বলেন।