বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শনে উপাচার্য

দেশ জনপদ ডেস্ক | ২০:০৪, অক্টোবর ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলগুলো। খোলার প্রথম দিনে বিভিন্ন হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। ​সোমবার (৪ অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হল পরিদর্শন করেন তিনি । এসময় হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন এবং হলে থাকতে কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে হল প্রশাসনকে অবগত করার নির্দেশনা প্রদান করেন । এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষীকাবৃন্দ, বিভিন্ন হলের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১০ টা থেকে যেসব শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাক্সিন গ্রহণ করেছেন শুধু মাত্র তাদেরকেই টিকা কার্ড, পরিচয়পত্র প্রদর্শন ও শারীরিক তাপমাত্রা পরিমাপপূর্বক হলে প্রবেশ করতে দেয়া হচ্ছে। ​হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা নিধনকল্পে মশার অসুধ দেয়া হয়েছে।