শুরু নিষেধাজ্ঞা আগমুহূর্তে ইলিশের বাজারে ক্রেতার ঢল 

দেশ জনপদ ডেস্ক | ০০:৪০, অক্টোবর ০৪ ২০২১ মিনিট

এইচ এম সোহেল,নিজস্ব প্রতিনিধি।। রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার মধ্যে ইলিশের চাহিদা মেটাতে সাধারণ ক্রেতারা যে যার মতো করে ইলিশ কিনে নিচ্ছেন। তাই শেষ মুহূর্তে ইলিশ কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরুকরে সাধারণ ক্রেতারাও। নিষেধাজ্ঞার সময়ে চাহিদা পূরণে ইলিশ কিনে তা ফ্রিজিং করে রাখা হচ্ছে।   ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে বাজারে আসছে প্রচুর রুপালি ইলিশ। এখানকার নদ-নদী ও সাগর মোহনায় আশানুরূপ ইলিশ পাওয়ায় নগরীর বাজারগুলোতে ইলিশ কেনার ধুম পড়েছে।   পোর্টরোড বাজারের কয়েকজন পাইকারী ব্যবসায়ী দেশ জনপদকে জানান, দুই মাস আগে মৌসুম শুরু হলেও শেষ দিকে এসে নদীর ইলিশ ধরা পড়েছে বেশি। এই সপ্তাহে প্রচুর ইলিশ আসছে বাজারে। গত সপ্তাহেও বাজারে এতো মাছ ছিলোনা। তারপরও দাম কমেনি। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইশিলের দাম মাছ আটশ-নয়শ টাকা বিক্রিকরেছি। কেজির ওপরেরগুলো বারোশ টাকার ওপরে। যাদের সামর্থ্য আছে তারাই ইলিশ কিনেছেন।     নথুল্লাবাদ মাছ বাজারে ইলিশ কিনতে এসেছেন শারমিন নামে একজন গৃহিনী বলেন, এখন বাজারে বড় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। যার সবই নদীর ইলিশ। দামও একটু বেশি। কাল থেকে বাজারে ইলিশ পাওয়া যাবে না। তাই ক্রেতাদের আনাগোনাও বেড়ে গেছে। তবে দাম বেশি হওয়ায় আমাদের মতো সাধারণ ক্রেতাদের ইলিশ কিনতে হিমশিম খেতে হচ্ছে।     ইলিশ ধরা বন্ধ থাকাকালীন বরিশালের তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হবে। সোমবার থেকে তাদের ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। মা ইলিশ রায় নদীতে সার্বণিক রোস্টারভিত্তিক অভিযান চলবে। সরকারের নির্দেশ অমান্য করে কেউ যাতে এ সময় মাছ ধরতে নদীতে নামতে না পারে, সেজন্য নদ-নদীতে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।উল্লেখ্য, মাছ শিকার নিষেধাজ্ঞার পাশপাশি এ সময়ের মধ্যে ইলিশ কেনা-বেচা, পরিবহন, মজুত নিষিদ্ধ করা হয়েছে।