বরিশালে মা ইলিশ শিকার বন্ধে চরমোনাইসহ বিভিন্ন স্পটে পাহারা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, অক্টোবর ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রয় বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এজন্য বরিশালের চরমোনাই, সায়েস্তাবাদ, কালিজিরা, চন্দ্রমোহনসহ বিভিন্ন স্পটে মা ইলিশ নিধন রোধে পুলিশকে সতর্ক হতে বলা হয়েছে। আর ঘোষণা অনুযায়ী নির্ধারিত নদীতে এ সময় ইলিশ ধরলে প্রশাসন কঠোর হস্তে দমন করবে। একই সঙ্গে জেল-জরিমানাসহ নৌকা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল প্রশাসন। বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, গত ৩০ সেপ্টেম্বর টাস্কফোর্সের সভায় এবার নদীতে এবং তীরে টহল বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এজন্য