রিপোর্ট দেশ জনপদ > পৃথিবীতে প্রতিটি জীবই বিশেষ কিছু ভূমিকা পালন করে। কিন্তু গ্রহে জীবন টিকিয়ে রাখতে কিছু প্রজাতির গুরুত্ব অন্যদের চেয়ে বেশি। মৌমাছি: রয়াল জিওগ্রাফিক্যাল সোসাইটি মৌমাছিকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী বলে ঘোষণা দিয়েছিল। বাস্তুসংস্থান টিকিয়ে রাখতে দারুণ ভূমিকা রাখে এই প্রাণী। ফুলে ফুলে ঘুরে ঘুরে পরাগায়নের মাধ্যমে এবং নতুন জায়গায় বীজ ছড়ানোর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে বাঁচিয়ে রেখেছে মৌমাছি। এমনকি আমরা যেসব শস্য খাই, সেগুলোর অনেকটিই মৌমাছির ওপর নির্ভরশীল। পিঁপড়া: অনেকসময় আমরা পিঁপড়াকে ক্ষতিকর বলে বিবেচনা করি। কিন্তু এরা কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা জানিও না। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই রয়েছে এই প্রাণী। মাটিতে পুষ্টি ছড়িয়ে দেয়া, বীজ ছড়ানো এবং অন্য প্রাণীর মরদেহ খেয়ে পরিবেশ রক্ষা করার মতো কাজ করে এ প্রাণী। জলবায়ু পরিবর্তনে পিঁপড়ার বাসস্থানে কী প্রভাব পড়ছে তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ছত্রাক: উদ্ভিদ নাকি প্রাণী, জীবাণু নাকি প্রোটোজোয়া, ছত্রাক নিয়ে প্রায়ই এমন দ্বিধায় ভোগেন বিজ্ঞানীরা। এজন্য একে কখনও কখনও ‘পৃথিবীর জীবনের পঞ্চম বিশ্ব’ হিসেবেও বর্ণনা করা হয়। পানিতে, মাটিতে, এমনকি বাতাসেও এদের উপস্থিতি দেখা যায়। ছত্রাক অনেকটা প্রাকৃতিক পুষ্টি পুনর্ব্যবহারকারী হিসাবে কাজ করে। ছত্রাকের কিছু প্রজাতি পারদ জাতীয় ক্ষতিকারক ধাতুও শোষণ করতে পারে, অনেক প্রজাতি এমনকি প্লাস্টিকও হজম করতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটন: এই অণুজীবগুলি পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানো বেশ সহজ। গ্রহের বায়ুমণ্ডলীয় অক্সিজেনের অর্ধেকের বেশি উৎপাদন করে ফাইটোপ্ল্যাঙ্কটন। সমুদ্রের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলার ভিত্তিও এই অণুজীব। বাদুড়: কলা, বাওবাব গাছ আর টাকিলা- এই তিনটির মধ্যে কোনো মিল খুঁজে পান? এই সবকটিই পরাগায়ন এবং কীটের আক্রমণ থেকে বাঁচার জন্য বাদুড়ের উপর নির্ভরশীল। একেক প্রজাতির বাদুড় একেকটি ফসলের ফলন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর পোকা খেয়ে প্রাকৃতিক উপায়ে কীট দমন করে বাদুড়, ফলে বেঁচে যায় কয়েক মিলিয়ন ডলার। শক্তিশালী বাস্তুতন্ত্রের অন্যতম ভিত্তি এই প্রাণী। কেঁচো: এই প্রাণীকে অনেকে বাস্তুতন্ত্রের প্রকৌশলী হিসেবেও অভিহিত করেন। মাটি খুঁড়ে চলাচলের মাধ্যমে প্রাকৃতিক হালচাষের কাজ করে এ প্রাণী। তবে সঠিক পরিবেশের অভাবে বর্তমানে বেশ হুমকির মধ্যে রয়েছে এ প্রাণী। প্রাইমেট: প্রাণীজগতে মানুষের সবচেয়ে নিকট আত্মীয় এই প্রাইমেটরা। গ্রীষ্মমণ্ডলের নানা বনাঞ্চলে নানা উদ্ভিদের বীজ ছড়িয়ে দিয়ে প্রাকৃতিক বনায়নে সহায়তা করে প্রাইমেট। প্রবাল: প্রবালকে সমুদ্রের রেনফরেস্ট বলে আখ্যা দেয়া হয়। উপকূল রক্ষা, নতুন নতুন ভূমি গড়ে তুলে নতুন বাস্তুসংস্থান তৈরি করা, এমন নানা ভূমিকা পালন করে প্রবাল। মোট সামুদ্রিক জীবের চার ভাগের এক ভাগ খাবারের জন্য নানাভাবে প্রবালের ওপর নির্ভর করে বলে ধারণা বিজ্ঞানীদের।