জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:০০, অক্টোবর ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ শ্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ড. নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। এছাড়া সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।