উজিরপুরে মা ইলিশ রক্ষায় মতবিনিময় সভা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪০, সেপ্টেম্বর ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  “মা-ইলিশ বাঁচলে পরে, ইলিশ আসবে জাল ভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করার লক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, মৎস্য কর্মকর্তা শিমুল পাল, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ। সবা শেষ এসসিএমএফপি প্রকল্পের কো-ম্যানেজমেন্ট ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উমুক্ত জলাশয়ে ৬২৫ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করেন