বরিশালে দ্বিতীয় ধাপে ৪৮ ইউপিতে নির্বাচন ১১ নভেম্বর
দেশ জনপদ ডেস্ক|১৮:২৩, সেপ্টেম্বর ৩০ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে দ্বিতীয় ধাপে ৪৮ ইউপিতে ১১ নভেম্বর যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনার বালিয়াতলী, পটুয়াখালীর লোহালিয়া, আউলিয়াপুর, মরিচ বুনিয়া, মাদারবুনিয়া, ছোট বিঘাই, বদরপুর, বড়বিঘাই, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা, সূর্যমনি, পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর, দশমিনা সদর, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া, বকুলবাড়িয়া, গজালিয়া, ডাকুয়া, গলাচিপা সদর, পানপট্টি, চরকাজল, চরবিশ্বাস।
ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, চরপাতা, উত্তরজয়নগর, দক্ষিনজয়নগর, চরখলিফা, ভবানীপুর।বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চরকাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগদা, গৈলা, রত্নপুর। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী।পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, বালিপাড়া। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক, দুর্গাপুর, শংকরপাশা। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীঘা, শাখারীকাঠী, শ্রীরামকাঠী।