বরিশালে মুদি দোকানির বাসা থেকে সরকারি চাল উদ্ধার, আটক ১
দেশ জনপদ ডেস্ক|২১:৫৬, সেপ্টেম্বর ২৯ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় বাসিন্দা মুদি দোকানির বাসা থেকে ২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোশারফ বেপারী নামের ওই মুদি দোকানিকে আটক করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ চালগুলো উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, স্থানীয়রা খাদ্য অধিদপ্তরের দুটি চালের বস্তা মোশারফের ঘরে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে চালের বস্তা দুটি উদ্ধার করে।
থানা পুলিশের ওসি (ওসি) লোকমান জানান, চালের বস্তা দুটি মোশারফের বাসায় কী ভাবে আসল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি। তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’