আমি সুযোগ-সুবিধা গ্রহণ করতে আসি নাই, সেবক হতে এসেছি- মেয়র সাদিক

কামরুন নাহার | ০০:০৪, মার্চ ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ বলেছেন, জয়বাংলা শ্লোগান আমার দল আওয়ামী লীগের একার কোন শ্লোগান নয় জয়বাংলা শ্লোগান এখন মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের সকল মানুষের শ্লোগান। এসময় তিনি শিশুদের অভিভাবকদের বলেন শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে তার পরে শিশুদেরকে আপনার কথা বুজাতে হবে। মেয়র আরো বলেন, আমি সিটি কর্পোরেশনের দায়ীত্ব গ্রহন করার পর থেকেই প্রতি মুহুর্তে সিটির দূর্নীতি মোকাবেলা করতে গিয়ে মাঝে মধ্যে ঝুকি মোকাবেলা করতে হয়। পাশাপাশি আমার এই সিটি শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ রাতের আধারে আমি একাই নিভিরভাবে পর্যবেক্ষন করে থাকি আমি কারো প্রতি নির্ভরশীল হয়ে কাজ করতে চাই না। এসময় সিটি মেয়র আরো বলেন, এই নগরীর একজন রিক্সাওয়ালা আমার কাছে মূল্যবান ভোটার তেমনি প্রধানমন্ত্রী একজন মর্যদাপূর্ণ ভোটার হওয়া সত্বেও প্রতিটি ভোটারের মূল্য আমার কাছে সমান। আমি সিটি কর্পোরেশন থেকে কোন ধরনের সুযোগ-সুবিধা গ্রহন করতে আসি নাই, আমি নগরবাশীকে সেবা দিতে এসেছি। সিটি কর্পোরেশন নগরবাসীর প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা খেলা ঘড়ের সম্মেলন ও শিশু সমাবেশের অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। বরিশাল জেলা খেলাঘড়ের সভাপতি শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন বিশেষ গোয়েন্দা শাখা (সিটিএসবি) উপ-পরিচালক জুলফিকার আলী হায়দার, খেলাঘঢ় কেন্দ্রীয় কমিটির