নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনায় যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়া আক্তারকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী মো. শামীম হোসাইনের বিরুদ্ধে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে গৃহবধুর বাবার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী রাবেয়া আক্তার।
তিনি বলেন, ২০১৬ সালে বেতাগী উপজেলার কালিকা বাড়ী গ্রামের মান্নান হাওলাদারের ছেলে মো. শামীম হোসাইন এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় শামিম হোসাইনকে এক লাখ ত্রিশ হাজার টাকায় একটি মোটরসাইকেল এবং মাদ্রসায় চাকরির জন্য তিন লাখ টাকা দেওয়া হয়।
ভুক্তভোগী রাবেয়ার পিতা আব্দুল বারেক বলেন, বিয়ের পর থেকে শামিম প্রায় যৌতুক দাবি করে। তার দাবীকৃত যৌতুক দিতে অস্বীকৃতি জানাইলে শামীম হোসেন মেয়েকে মারধর করে বাড়ি থেকে চলে। এর কিছুক্ষণ পর রাবেয়া অজ্ঞান হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর বরগুনা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ২৭ সেপ্টেম্বর চিকিৎসা শেষে মেয়েকে বাড়িতে আনা হয়।
এছাড়া এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বরগুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বরগুনা থানায় এখনও লিখিত কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।