পর্যটন দিবসে কুয়াকাটায় শোভাযাত্রা

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৮, সেপ্টেম্বর ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ স্লোগান সামনে রেখে নানান আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), রাখাইন কালচারাল একাডেমি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি এর আয়োজন করে। র‌্যালিটি কুয়াকাটা পর্যটন হোটেল-মোটেল থেকে বের হয়ে পৌর শহর কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির।   এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ জিয়া, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব প্রমুখ। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির বলেন, দেশে পর্যটন ক্ষেত্রের সবচেয়ে বড় দুটি জায়গা কুয়াকাটা ও কক্সবাজার। কুয়াকাটায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও ভ্রমণের সর্বোচ্চ সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা করবো। দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।