বরিশালে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন বিষয়ক কর্মশালা

দেশ জনপদ ডেস্ক | ১৯:২১, সেপ্টেম্বর ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের এ সংক্রান্ত প্রকল্পের উদ্যোগে নগরীর ব্রি’র সম্মেলন কক্ষে সোমবার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম প্রিন্স এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, প্রকল্পের উপ-পরিচালক ড. ফ. ম. মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার অতিরিক্ত উপ-পরিচালক এস এম বদরুল আলম, বরিশালের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ এফ এম শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাজি উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডাল-তেল-মসলার আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য এ প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই এ জাতীয় ফসলের আবাদ বাড়াতে হবে। এজন্য বীজের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ব্যবস্থাপনা করে কৃষকের বীজপ্রাপ্তি নিশ্চিত হবে। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বারি, ব্রি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি, বিনা, এসআরডিআই, এটিআই, হর্টিকালচার সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিসহ ১০০ জন অংশগ্রহণ করেন।