আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
রোববার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলার পয়সা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৫ কেজি ৯শ গ্রাম (৬০ বান্ডিল) এবং ৭৬ পিচ কাঠি কারেন্ট জালসহ মোট প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু।
পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পয়সারহাট বাজার কমিটি সদস্য সচিব ফিরোজ সিকদার প্রমুখ।