বাকেরগঞ্জে বিদ্যুতের লাইন চালু রেখে খুটি স্থানান্তর, যুবকের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, সেপ্টেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বকেরগঞ্জ উপজেলার মহেশপুরে বিদ্যুতের লাইন চালু রেখে বৈদ্যুতিক খুটি স্থানান্তর করার সময় মৃত্যু হলো মোঃ রাব্বি হোসেন (২৫) নামের এক যুবকের। পরিবার সুত্রে জানা যায় রাব্বি বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোঃ তাজেম হোসেন এর পুত্র। ঠিকাদার মোঃ শাহদাত এর পরিচালনায় ২৩/০৯/২০২১(বৃহস্পতিবার) সকাল ৯ থেকে পল্লী বিদ্যুৎতিক খুটি স্থানান্তর করার জন্য কর্মীরা বিদ্যুৎতের লাইন চালু রেখে কাজ শুরু করে। আনুমানিক সকাল ১১.৩০ এর সময় বিদ্যুতের খুটির উপর থেকে তার কাটার জন্য রাব্বি উপরে উঠে। রাব্বি জানতো না বিদ্যুৎতের লাইন চালু আছে। তার হাত দেওয়ার সাথে সাথে সে আহত হয়ে উপরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মহেশপুর পল্লী বিদ্যুৎতের ইনর্চাজ লাইন বন্ধ করে রাব্বিকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার নাসরিন জাহান তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উল্লেখ্য- বিদ্যুৎতের খুটির অবস্থান মহেশপুর সাইক্লোন সেল্টার জামে মসজিদ সংলগ্ন, যাহার মালিকানা প্রাণী সম্পদ অফিসের আওতায় রয়েছে। কিন্তু মোঃ হক তালুকদার অবৈধভাবে জমি দখলের পায়তারা চালাচ্ছে।