বিষখালি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, বিষখালী নদীতে ওই লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বয়স আনুমানিক ২৭/২৮ বছর বয়স। ১০/১৫ দিন আগের মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।