বাকেরগঞ্জে চল্লিশ হাজার টাকায় শিশু ধর্ষণের রফাদফা
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনা চল্লিশ হাজার টাকায় রফাদফার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার কবাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম বাদল এই শিশু ধর্ষণের ঘটনার রফাদফা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে চেয়ারম্যান জহিরুল ইসালম বাদল ঘটনার সত্যতা স্বিকার করলেও রফাদফার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনা শোনার পরে দুই পক্ষকে ডেকে ছিলাম তারা আসার পরে নিজেরাই মিলমিশ হয়ে গেছে।
শিশু ধর্ষণের বিষয় কবাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জব্বার শিকদার বলেন, আমি বিষয়টি জানি এবং এঘনার সালিশি করেছেন বাদল চেয়ারম্যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের দক্ষিন শিয়ালগুনি গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) পার্শবর্তী এক শিশুকে জোড় পুর্বক ধর্ষণ করেন। এঘটনা জানাজানি হলে ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদলের হস্তক্ষেপে চল্লিশ হাজার টাকায় রফাদফা করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল বলেন, আমাদের থানায় এ ধরনের কোনো অভিযোগ পাইনি যেহেতু শুনলাম খোঁজ-খবর নিয়ে দেখছি।