আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

দেশ জনপদ ডেস্ক | ২১:০৪, সেপ্টেম্বর ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪শত মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭টি চায়না দুয়ারী জাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ গৈলা গ্রামে উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ হাজার ৪শত মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, রোজিনা আক্তার, পেশকার সোহেল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।