নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে আ. মান্নান বেপারি (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৯ সেপ্টম্বর) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মান্নান ওই গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নুর নাহার বেগম পলাতক রয়েছে।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, দুপুরের খবর পেয়ে পুলিশ মান্নানের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছুরি এবং ধারলো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নুর নাহার তার ছোট দুই ছেলে তারেক ও আদরকে নিয়ে পালিয়ে গেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে স্ত্রী জড়িত থাকতে পারে পুলিশের ধারণা। তবে, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
এদিকে মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।