নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে ৪ টি মামলার সাজাপ্রাপ্ত সহ ৭ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম জসিম উদ্দীন জিল্লু (৪৫)। উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। শনিবার রাতে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল খুলনা থেকে তাকে আটক করে। পুলিশ সূত্র জানাযায়, আটক জসিম উদ্দীন জিল্লুর বিরুদ্ধে বাবুগঞ্জ, এয়ারপোর্ট ও কাউনিয়া থানায় ৭টি মামলা রয়েছে । এর মধ্যে ৪টি মামলায় সাজাপ্রাপ্ত ছিল।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আওলাদ হোসেন ও এ এসআই জসিম উদ্দীন খুলনায় অভিযান চালিয়ে জিল্লুকে আটক করে।
জসিম উদ্দীন জিল্লু গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই পলাতক ছিল। তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।