বরিশালের ঐতিহ্যবাহী দূর্গা সাগর দিঘি ও কালেক্টরেট পুকুরে পাছের পোনা অবমুক্ত

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৮, সেপ্টেম্বর ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মাছ চাষে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি ও সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সফল করার লক্ষে এরই ধারাবাহিকতায় আজ (১৯ই)সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার জেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর প্রশাসকের কার্যালয় কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন কালেক্টরেট পুকুর এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গা সাগর দিঘি সহ বেশ কয়েকটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। বরিশালে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবন ভূমি/ প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকার্যক্রমের উদ্ধোধন করা হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন কালেক্টরেট পুকুরে ১শত৪০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন আরডিসি নুসরাত জাহান, সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার মোঃ মারুফ দস্তগীর, বরিশালসদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১ টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার এর পক্ষে ২শত কেজি মাছের পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার এসিজিয়েম এস এম রাহাতুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।